Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবার তালিকা
বিস্তারিত

পাতা

কি কি সেবা পাবেন

 উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বিরামপুর, দিনাজপুর-এর উন্নয়নমূলক কর্মকান্ডঃ

১। ভিজিডি কার্যক্রমঃ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বিরামপুর, দিনাজপুর-এর (2021-2022) অর্থ বছরে ভিজিডি উপকারভোগীর সংখ্যা  2242 জন, উপকারভোগীর মাঝে প্রতিমাসে ৩০ কেজি হারে খাদ্যশস্য বিতরণ করা হয় এবং সরকার কর্তৃক নির্ধারিত এনজিও এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০১১-২০১২ অর্থ বছর থেকে মহিলা বিষযক অধিদপ্তর কর্তৃক পরিচালিত হচ্ছে।

২। দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা ও ল্যাকটেটিং ভাতা প্রদান কর্মসূচিঃ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বিরামপুর, দিনাজপুর-এর (2020-2021) অর্থ বছরে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি মোট উপকাভোগীর সংখ্যা 399 জন এবং ল্যাকটেটিং ভাতা প্রদান কর্মসূচি 450 উপকারভোগীগণকে প্রতি মাসে ৮০০/- হারে ভাতা প্রদান করা হয়। সরকার কর্তৃক নির্ধারিত এনজিও এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

৩। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ

 সদর কার্যালয় থেকে প্রাপ্ত টাকার পরিমাণ ১০,১৫,৯৫২/- টাকা ঘুর্ণায়মান তহবিল হিসেবে ২৪,৪১,০০০/- টাকা ২৯৬ জন মহিলার মাঝে বিতরণ করা হয়েছে।

৪। বেসরকারী  স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনঃ

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মোট সংখ্যা 7 টি । ২০০৩-২০০৪ অর্থ বছর হতে ২০২১-২০২২ অর্থ বছর পর্যন্ত =৩,৬১,১০৫/-

৫। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির কার্যক্রমঃ

উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত অভিযোগ তদন্ত/পর্যালোচনা করে নিস্পত্তি/সিদ্ধান্ত দেয়া হয়।

 ৬। যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধ কার্যক্রমঃ

প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা । বাল্য বিবাহ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

৭। আইজিএ প্রশিক্ষণঃ

মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন আইজিএ প্রকল্পের মাধ্যমে “ফ্যাশন ডিজাইন” ও “হস্তশিল্প+হতরঞ্জি” ট্রেডে আয়বর্ধকমূলক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

৮। কিশোর-কিশোরী ক্লাব স্থাপন সংক্রান্ত:

মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন” প্রকল্পের মাধ্যমে ০৭টি ইউনিয়ন এবং ০১টি পৌরসভায় মোট ০৮টি ক্লাবের কার্যক্রম চলমান রয়েছে।